আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয় একটি আধুনিক বিদ্যালয়। বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত। ১৯৭৯ সালে বীর বীক্রম জাফর ইমাম সাহেব তাঁর মায়ের নামে বিদ্যালয়টির নামকরণ করেন।
বিদ্যালয়টি গ্রামীণ এবং সমতল ভূমি হিসেবে ২৬৬ নং নির্বাচনী এলাকায় অবস্থিত।
ইহা ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী উপজেলায় মুন্সিরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামে মোট ১৪৪ শতাংশ জায়গা জুড়ে অবস্থিত। উক্ত জায়গাটি জাফর ইমাম সাহেব বিদ্যালয়ের নামে ওয়াকফ করেছিলেন।
বিদ্যালয়টি ১৯৭৯ সালে থেকে অদ্যাবধি পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। বিদ্যালয়ের EIIN 106652 এবং এমপিও কোড 905151301
বিদ্যালয়ে মোট তিনটি ভবন আছে। দুটি ভবন দ্বি-তল বিশিষ্ট যা পূর্বে এবং উত্তরে অবস্থিত। অপরটি চার তলা বিশিষ্ট যা পশ্চিমে অবস্থিত। মাঝখানে একটি বিশাল খেলার মাঠ আছে।
আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে। ইহা ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের ফতেহপুর গ্রামে অবস্থিত। বীরবিক্রম জাফর ইমাম সাহেব ইহার প্রতিষ্ঠাতা বিধায় তাঁর মায়ের নামে বিদ্যালয়টির নামকরণ করা হয়। বিদ্যালয়টি যদিও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তথাপি ইহার পরিবেশ অত্যন্ত মনোরম। রাস্তার পাশে অবস্থিত বিদ্যালয়টির তিনটি বিল্ডিং আছে। দুটি বিল্ডিং দ্বি-তল বিশিষ্ট এবং অপরটি চারতলা বিশিষ্ট। এখানে একটি বিশাল খেলার মাঠ আছে যেখানে আমরা সকল ছাত্রীরা বিভিন্ন খেলা যেমন ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট ইত্যাদি খেলতে পারে। শিক্ষকরা যথেষ্ট যোগ্য। তাঁরা ...