Logo

AZMIRI BEGUM GIRL`S HIGH SCHOOL

  বিদ্যালয় সম্পর্কে কিছু কথা
মোহাম্মদ আলী

সহকারি প্রধান শিক্ষক

আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৭৯ সালে। ইহা ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সীর হাট ইউনিয়নের ফতেহপুর গ্রামে অবস্থিত। বীরবিক্রম জাফর ইমাম সাহেব ইহার প্রতিষ্ঠাতা বিধায় তাঁর মায়ের নামে বিদ্যালয়টির নামকরণ করা হয়। বিদ্যালয়টি যদিও প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত তথাপি ইহার পরিবেশ অত্যন্ত মনোরম। রাস্তার পাশে অবস্থিত বিদ্যালয়টির তিনটি বিল্ডিং আছে। দুটি বিল্ডিং দ্বি-তল বিশিষ্ট এবং অপরটি চারতলা বিশিষ্ট। এখানে একটি বিশাল খেলার মাঠ আছে যেখানে আমরা সকল ছাত্রীরা বিভিন্ন খেলা যেমন ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট ইত্যাদি খেলতে পারে। শিক্ষকরা যথেষ্ট যোগ্য। তাঁরা শিক্ষার্থীদের ধারণা শেখানোর জন্য বিভিন্ন কৌশল ব্যবহার করেন।যখনই শিক্ষার্থীরা কিছু বুঝতে ব্যর্থ হয়, তাঁরা শিক্ষার্থীদের চিৎকার না করে আবার বোঝানোর চেষ্টা করেন। তাঁরা সমস্ত ছাত্রীদের সমান মনোযোগ দেন এবং সেই কারণেই একটি চমৎকার একাডেমিক রেকর্ড রয়েছে। একজনকে এটাও মনে রাখা উচিত যে প্রত্যেকেরই শিক্ষা পাওয়ার জন্য যথেষ্ট সুবিধা হয় না। যদি কেউ এই সুযোগ পায়, তাহলে কৃতজ্ঞ হোন এবং একজন ভাল মানুষ হওয়ার জন্য কাজ করুন। আপনার স্কুল জীবনকে লালন করুন এবং অনুপ্রাণিত থাকুন। সেজন্যই আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয় সবার কাছে সেরা।