Logo

AZMIRI BEGUM GIRL`S HIGH SCHOOL

Slide1
Slide1
আমাদের সম্পর্কে

আজমীরি বেগম বালিকা উচ্চ বিদ্যালয় একটি আধুনিক বিদ্যালয়। বিদ্যালয়টি একটি মনোরম পরিবেশে অবস্থিত। ১৯৭৯ সালে বীর বীক্রম জাফর ইমাম সাহেব তাঁর মায়ের নামে বিদ্যালয়টির নামকরণ করেন।

বিদ্যালয়টি গ্রামীণ এবং সমতল ভূমি হিসেবে ২৬৬ নং নির্বাচনী এলাকায় অবস্থিত।

ইহা ফেনী জেলার অন্তর্গত ফুলগাজী উপজেলায় মুন্সিরহাট ইউনিয়নের ফতেহপুর গ্রামে মোট ১৪৪ শতাংশ জায়গা জুড়ে অবস্থিত। উক্ত জায়গাটি জাফর ইমাম সাহেব বিদ্যালয়ের নামে ওয়াকফ করেছিলেন।

বিদ্যালয়টি ১৯৭৯ সালে থেকে অদ্যাবধি পাঠদান কার্যক্রম চালিয়ে আসছে। বিদ্যালয়ের EIIN 106652 এবং এমপিও কোড  905151301

বিদ্যালয়ে মোট তিনটি ভবন আছে। দুটি ভবন দ্বি-তল বিশিষ্ট যা পূর্বে এবং উত্তরে অবস্থিত। অপরটি চার তলা বিশিষ্ট যা পশ্চিমে অবস্থিত। মাঝখানে একটি বিশাল খেলার মাঠ আছে।

মহোদয়গণের বার্তা

শিক্ষকছাত্র-ছাত্রী পরিসংখ্যান
12
শিক্ষক
6
শিক্ষিকা
0
ছাত্র
253
ছাত্রী
শিক্ষক/শিক্ষিকাগণ
ম্যানেজিং কমিটি